ব্রাউজারের বিরক্তিকর এড অফ করুন সহজেই

Wednesday, November 02, 2016

যারা পিসিতে নেট ইউজ করেন তারা নিশ্চয়ই দেখছেন যে নেট ইউজ করতে গেলে বহু এড আসে, মাঝে মাঝে বিব্রতকর বাজে এডও দেখা যায়! অনেক সময়, এক লিঙ্কে ক্লিক করলে ৩-৪ টা নতুন পেজ ওপেন হয়! আবার ডাউনলোড করতে গিয়ে দেখেন ৪-৫ টা লিঙ্ক, কোনটা যে আসল ডাউনলোডে না ক্লিক করলে বুঝা যায়না! তাই যারা ইন্টারনেট ইউজ করেন তাদের জন্য সর্বপ্রথম করনীয় হচ্ছে ব্রাউজারে এড ব্লকার ইউজ করা।

এইসব এড সহজেই দূর করতে জাস্ট একটা এডঅন্স যোগ করতে হবে ব্রাউজারে তাহলেই মুক্তি। এমনকি ফেসবুক, ইউটিউব এর এডও রিমুভ করতে পারে এটি! উলটাপালটা সফটওয়্যারও আর ইন্সটল হবে না।

অনেক ধরনের এড ব্লকার আছে, তবে আমার মতে এডগার্ড বেস্ট। এছাড়া এডগার্ডের একটা এপ্লিকেশনও আছে। সেটার লিঙ্ক আমাদের এই সাইটে পাবেন। তবে যেকোন একটা ইউজ করবেন। হয় এপ্লিকেশন নাহয় ব্রাউজার এডঅন্স, দুইটা একসাথে না। ব্রাউজারে এড করতে নিচের লিঙ্ক ভিজিট করুন। যে ব্রাউজারে ইন্সটল করতে চান সেটার লিঙ্কটাতে ডুকলেই ইন্সটলের অপশন দেখতে পাবেন।


✿ এডগার্ড ✿

Powered by Blogger.