উইন্ডোজ আপডেট পার্মানেন্টলি অফ করবেন যেভাবে
উইন্ডোজ অটো আপডেট এর সুবিধা যেমন আছে তেমন অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে পিসি আপ টু ডেট থাকে, সিকুরিটি দৃঢ় হয়, ড্রাইভার আপডেট করা যায়। আর অসুবিধা হচ্ছে, আপনার ইন্টারনেট ডেটা যদি কম হয় অটো আপডেটের কারনে মাস শেষ হওয়ার আগেই প্যাকেজ শেষ হয়ে যেতে পারে, যাদের স্লো নেট তাদের ব্রাউজিং এ ঝামেলায় পড়তে হয়, সময়ে অসময়ে রিস্টার্ট এর নোটিফিকেশন আসে, আপডেট ইন্সটলের সময় অফ এবং অন করার সময় বেশ টাইম লাগে।
মাঝে মাঝে দেখা যায় আপডেট অফ করে রাখলেও অটো আপডেট নিয়ে নেয়, এটা হবে তখনই যখন আপনি আপডেট অফ করেছেন কিন্তু তারপর মাইক্রোসফটের কোন প্রোডাক্ট ইন্সটল করার সময় এক্সপ্রেস সেটিং বা রিকমেন্ডেড সেটিংস ক্লিক করেন। তাই উইন্ডোজকে দোষারোপ করে লাভ নেই আসলে!
এখন আসি মেইন কথায়, যারা উইন্ডোজ ১০ ইউজ করেন তারা হয়ত লক্ষ্য করেছেন যে আপডেট অফ করার কোন সিস্টেম নেই! এটা মাইক্রোসফটের সর্বশেষ উইন্ডোজ সেই হিসেবে তারা অটো আপডেট ডিফল্ট করে দিয়েছে। তবে চিন্তার কোন কারন নেই আমি একটা স্ক্রিপ্ট তৈরী করেছি যার মাধ্যমে উইন্ডোজ ১০ তো বটেই সাথে ৭ ও ৮ এর আপডেট এমনভাবে অফ করবে যাতে পরবর্তীতে কোন সফটওয়্যার সেটাকে অন করতে না পারে!
Windows Auto Disabler or Enabler ফাইলটি সাইট থেকে নামিয়ে ফাইলটি রাইট ক্লিক করে Run as Administrator সিলেক্ট করুন। এরপর প্রথম লাইনে আপনার উইন্ডোজের আপডেট অফ আছে নাকি অন আছে সেটা দেখাবে। যদি আপনি তার বিপরীতটি করতে চান তাহলে Y প্রেস করুন। আর যদি যা করতে চেয়েছিলেন সেটাই থাকে তাহলে কেটে দিন। ব্যাস আর কখনো এক্সিডেন্টালি উইন্ডোজ আপডেট নিবে না।
তবে আপনার উইন্ডোজটি যদি এই সাইটের আইএসও ফাইল থেকে সেটাপ করা হয়ে থাকে তাহলে এটা করার আর দরকার হবেনা, কারন আমি ওই উইন্ডোজগুলোর আপডেট সার্ভিস অফ করে দিয়েছি। যদি কখনো অন করার দরকার হয় তাহলে এই স্ক্রিপটি দিয়ে অন করে নিবেন।