আইডিএম এ ডাউনলোড রিজিউম করবেন যেভাবে
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর সুবিধা হচ্ছে ফাইল ডাউনলোড এর মাঝে কোন কারনে নেট সমস্যা হলে পরে রিজিউম দিয়ে আবার সেখান থেকেই ডাউনলোড স্টার্ট করা যায়। এজন্য ফাইলটিতে রাইট ক্লিক করে “Resume Download” এ ক্লিক করলেই হয়। কিন্তু অনেক সময় এটা কাজ করেনা। এর আসল কারন হচ্ছে ডাউনলোড লিঙ্ক টাইম এক্সপায়ার হয়ে যায়। এক্ষেত্রেও সেই ফাইলটি আবার নতুন করে না ডাউনলোড করে সেখান থেকেই ডাউনলোড রিজিউম করা যায়।
সে সময় যা করতে হবে, প্রথমে আইডিএম ওপেন করে যে ফাইলটি আর রিজিউম হচ্ছেনা সেটাতে রাইট ক্লিক করে “Refresh Download Address” এ ক্লিক করতে হবে এরপর “Ok” দিলে ব্রাউজারে সেই ডাউনলোড পেজটি আবার ওপেন হবে এবং সামনে একটা বক্সে লেখা থাকবে “Stop Waiting” এই বক্স কেটে দেওয়া যাবেনা কোনভাবেই। জাস্ট ব্রাউজারে যে পেজটা ওপেন হবে সেখান থেকে আবার ডাউনলোড এ ক্লিক করতে হবে তাহলেই কিছুক্ষন পর “Ok” দেখাবে এবং পরে আইডিএম এর ওই ফাইলটিতে রাইট ক্লিক করে “Resume Download” এ ক্লিক করলেই সেখান থেকেই আবার ডাউনলোড শুরু হয়ে যাবে।
প্রসেসটি খুবই সহজ, জাস্ট একবার বুঝতে পারলেই আর সমস্যা হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথমে ডাউনলোড করার সময় যে লিঙ্ক থেকে ডাউনলোড করা হয়েছিল পরেও ওই লিঙ্কেই ক্লিক করতে হবে। উদাহরন হিসেবে ইউটিউবের ভিডিও ডাউনলোডের সময় এমন হলে প্রথমে নামানো ভিডিওটি যদি ৭২০পি হয় তাহলে কাজটি করার সময়ও ৭২০পি তে ক্লিক করতে হবে, মানে একইরকম হতে হবে।
লেটেস্ট আইডিএম এর জন্য আমাদের সাইটে চোখ রাখবেন। আর ইন্সটলের পরে ব্রাউজারে ইন্টিগ্রেশন হয়েছে কিনা দেখে নিবেন, না হলে এড করে নিবেন রিড মি ফাইল পড়ে।